Rule and Regulation

উপস্থিতিঃ

১. প্রতিটি ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিত থাক বাঞ্ছনীয়।

২. কলেজিয়েটঃ প্রত্যেক বিষয়ে অনুষ্ঠিত মোট ক্লাসের ৭৫% ক্লাসে উপস্থিত থাকলে বলা হয় কলেজিয়েট। সাধারণত কলেজিয়েট ছাত্র/ছাত্রীরাই চূড়ান্ত পরীক্ষায় নির্বাচিত হতে পারে।

৩. নন কলেজিয়েটঃ অনুষ্ঠিত মোট ক্লাসের ৭৫% এর কম কিন্তু ৬০% বা এর অধিক সংখ্যক ক্লাসে উপস্থিত থাকলে বলা হয় নন কলেজিয়েট। অধ্যক্ষ সুপারিশ করলে নন কলেজিয়েট ছাত্র/ছাত্রীরা নির্ধারিত জরিমানা দিয়ে
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৪. ডিস কলেজিয়েটঃ অনুষ্ঠিত মোট ক্লাসের ৬০% এ কম সংখ্যক ক্লাসে উপস্থিত ছাত্র/ছাত্রীকে বলা হয় ডিস কলেজিয়েট। ডিস কলেজিয়েট ছাত্র/ছাত্রীরা কোনক্রমেই চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৫. কলেজিয়েট এবং নন কলেজিয়েট ছাত্র/ছাত্রীদের নির্বাচনী পরীক্ষাসহ অভ্যন্তরীণ পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং তাদের সদাচরণ সাপেক্ষে অধ্যক্ষ মহোদয় চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচন করবেন।

শৃঙ্খলাঃ

১. শৃঙ্খলা জীবনে সাফল্যের চাবিকাঠি। প্রত্যেক ছাত্র/ছাত্রীকে কলেজ কর্তৃপক্ষের নির্দেশিত সকল বিধি-বিধান মেনে চলতে হবে।

২. কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় কোন প্রকার অসদাচরণ অবলম্বন করা হলে কলেজ হতে বহিষ্কার করা হবে। তবে সদাচরণের নিশ্চয়তা দিতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষে আবার ঐ ক্লাসে ভর্তি করা যেতে পারে।