Chairman's Message
গভর্ণিংবডির সভাপতির বাণী
বিশ্ব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বাংলাদেশ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে এক মর্যাদাপূর্ণ ও গৌরবজনক অবস্থান অর্জন করে নিতে সক্ষম হয়েছে। তথ্য প্রযুক্তির এই উন্নতি ও অগ্রগতি এদেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞানের মাত্রা, অর্থনৈতিক প্রক্রিয়া, প্রশাসন ব্যবস্থা ও মানুষের জীবন ধারাকে ইতিবাচকভাবে বদলে দিয়েছে। এক সময়ে এদেশের জন্য যা ছিল শুধু স্বপ্ন, তা এখন বাস্তবে রূপায়িত হয়েছে। তথ্য প্রযুক্তির উন্নতির এই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা আজ রূপায়িত হয়েছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বাস্তব ডিজিটাল বাংলাদেশে। উন্নয়নের সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি অনুসরণের মাধ্যমে একটি দূর্নীতিমুক্ত, শোষণমুক্ত, দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিশেষ করে এদেশের শিক্ষাঙ্গন ও প্রশাসনের কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়ার আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এগুলোকে দূর্নীতিমুক্ত করাই আমাদের সরকারের উদ্দেশ্য। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই শচীন্দ্র কলেজের ওয়েবসাইট প্রবর্তনকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আর এই ওয়েবসাইটের মাধ্যমে শচীন্দ্র কলেজ বাংলাদেশ এবং বিশ্বের শিক্ষা ও সভ্যতার অঙ্গনে সগৌরবে মাথা উচু করে দাড়াঁবে - এই প্রত্যাশা করি।
এড. মোঃ আব্দুল মজিদ খান
সভাপতি
গভর্নিং বডি, শচীন্দ্র কলেজ
নাগুড়া, বানিয়াচং, হবিগঞ্জ
ও
সংসদ সদস্য, হবিগঞ্জ-২।